বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় মাদক ব্যবসায়ীসহ ছয়জন গ্রেপ্তার  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় মাদক ব্যবসায়ীসহ ছয়জন গ্রেপ্তার  

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি সফুর উদ্দিন মেম্বারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৫১৩ ইয়াবা জব্দ করা হয়। রোববার (৭ জুলাই) ভোরে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে সফুর উদ্দিন মেম্বার ও একই এলাকার মৃত আছের উদ্দিনের ছেলে কামাল হোসেন, আশুলিয়ার ইয়ারপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে ফারুক হোসেন ও একই এলাকার মৃত লক্ষণ সরকারের ছেলে বিদ্যুৎ সরকার, টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার রামপুর এলাকার মৃত আব্দুল জব্বারের মো. সভা ওরফে স্বপন এবং জামালপুর জেলার সদর থানার নরুন্দী বড় মতর এলাকার মো. সোলাইমানের ছেলে মো. আনার।

পুলিশ জানায়, রোববার (৭ জুলাই) ভোরে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে জানতে পারি আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় সফুর উদ্দিন মেম্বারের বাঁশঝাড়ের পাশে ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

আশুলিয়া থানার এসআই আবুল হাসান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। সেই সঙ্গে রোববার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ